অনিক শেখ টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পত্রিকা বিক্রেতা ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলার প্রশাসনের সহযোগিতায় এবং টঙ্গীবাড়ি প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব সম্মেলন কক্ষে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি সালাউদ্দীন আল আজাদ।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি অ্যাড. জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শেখ সোহাগ, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চোকদার, এবাদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দিন তুহিন, কোশাধ্যক্ষ মাসুম হাসান আফিফ, সাংস্কৃতিক সম্পাদক মো. নাজমুল ইসলাম পিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অনিক শেখ, পত্রিকা বিক্রেতা মো. মজিবর রহমান মল্লিক, আমিন উদ্দিন মল্লিক, গনেশ দাস, কৃষ্ণ, মো. বাবুল, মো.হারুন শেখ, মো. হাবিবুর প্রমুখ। টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি অ্যাড জাহাঙ্গীর আলম বলেন, তীব্র শীতের কারণে নিম্ন আয়ের মানুষজন কষ্ট পাচ্ছে। অসহায় মানুষদের কথা চিন্তা করে টঙ্গীবাড়ি প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।