সকল মেনু

করোনায় সিএমএসডির সাবেক পরিচালক শহীদুল্লাহর মৃত্যু

প্রতিবেদক : প্রকাশিত হয়েছে: জুলাই ২৫, ২০২০ , ৪:০৯ অপরাহ্ণ

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ। শনিবার (২৫ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ সংক্রমণের সময় মাস্ক কাণ্ড নিয়ে আলোচনা আর সমালোচনা শুরু হলে সিএমএসডিতে নতুন পরিচালক নিয়োগ দেয় সরকার

বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল (অতিরিক্ত সচিব) আবু হেনা মোরশেদ জামানকে সিএমএসডির পরিচালক নিয়োগ দিয়ে গত ২২ মে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সে সময় সিএমএসডির পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়।

প্রায় ২০ দিন আগে অসুস্থ হয়ে পড়লে মো. শহীদুল্লাহকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top