সকল মেনু

‘জংলি’তে আসছে প্রিন্স মাহমুদের ৫ গান, হবে অ্যালবামও

ঈদে মুক্তির তালিকায় রয়েছে সিয়াম-বুবলী জুটির সিনেমা ‘জংলি’। এম রাহিমের পরিচালনায় এই সিনেমার পাঁচটি গানের কথা, সুর ও সঙ্গীতায়োজন করছেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এমনটাই জানান গুণী এই সুরকার ও সংগীত পরিচালক।

পোস্টে আতিয়া আনিসা নামে একজনের নাম উল্লেখ করে তিনি জানান, এই ছোট্ট পরীটার নাম আতিয়া আনিসা। তাহসানের সাথে ‘জংলি’ সিনেমার ‘জনম জনম’ গেয়েছে। পরীটা চমৎকার গেয়েছে। গান করার পর ওর উচ্ছাস ওর আনন্দ দেখে আপ্লুত। সিনেমায় এই প্রথম আমার ডুয়েট গান। আসবে ভালোবাসা দিবসে।

তিনি বলেন, ‘জংলি’ আসবে প্রিন্স মাহমুদের সুরে। সেই ক্যাসেট সিডির সময়ের মত। এই ভাবে ভেবেছে পরিচালক এম রাহিম, প্রিয় নায়ক সিয়াম এবং জংলি টিম। যখন এসে এই কথা বলল মন ভালোলাগায় ভরে গেছে। এভাবে কেউ ভাবতে পারে এটাই চিন্তায় আসেনি। অনেক ভালোবাসা জংলি টিম, অনেক।

তবে ধামাকা এই অ্যালবামকে ঘিরে একটি রহস্যও রেখে দিয়েছেন তিনি। পাঁচটি গানে শিল্পী হিসেবে কারা থাকবে এ বিষয়ে তিনি বলেন, আমার করা পাঁচটি গান থাকছে। শিল্পী কে কে থাকছেন এখনই বলছিনা। একজন একজন করে নিয়ে আসব। তিনটি জেনারেশনের সবাই পছন্দের তালিকার শীর্ষে। একটি একটি করে প্রকাশের পর ‘জংলি’ এ্যালবাম আকারে আসবে। এখনো কাজ চলছে। পাঁচটি গানই শ্রোতাদের ভালো লাগবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

দেশের কিংবদন্তি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। গীতিকার হিসেবে নব্বইয়ের দশক থেকে বাংলাদেশে ব্যান্ডশিল্পীদের একক এবং যৌথ অ্যালবামের গান লেখা, সুর করা এবং কম্পোজিশনের কাজ করছেন তিনি। তার লেখা ও সুর করা একাধিক গান ইতোমধ্যে কালজয়ী গানে পরিণত হয়েছে। তবে ঢাকাই সিনেমায় তার যাতায়াতটা ছিল অনিয়মিত। ইদানিং তা নিয়মিতই হয়েছে।

বছরের পর বছর আলোচিত বা সুপার হিট গান উপহার দিয়েছেন প্রিন্স মাহমুদ। এমনও হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পির চেয়েও প্রিন্স মাহমুদ—নামটির প্রতি শ্রোতৃমহলে বেশিই আগ্রহ ছিল। ‘মাটি হব মাটি’, ‘দুনিয়া তোর সঙ্গেতে নাই’, ‘ছিপ নৌকো’সহ বহু জনপ্রিয় গান রয়েছে প্রিন্সের। এ ছাড়াও, ‘মা’, ‘বাবা’, ‘জন্মদিন’, ‘বাংলাদেশ’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘বেলাশেষে’, ‘সোনার মেয়ে’, ‘ফেরানো গেল না কিছুতেই’, ‘হয়নি যাবার বেলা’ ও ‘শেষ দেখা’র মতো কালজয়ী সব গান। ব্যান্ডশিল্পীদের ছাড়াও তিনি করেছেন আধুনিক ও সলো শিল্পীদের গান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top