সকল মেনু

বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে বেক্সিমকোর শ্রমিকদের অবরোধ,যানবাহনে অগ্নিসংযোগ

সাভার প্রতিনিধি।
বুধবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে আশুলিয়ার শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে আশুলিয়ার মোজার মিল এলাকায় ২টি বাস ও ১টি ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। পাশাপাশি একাধিক যানবাহনে ভাঙচুর ও সংবাদ কর্মীদের ওপর হামলা করা হয়।
এর আগে মঙ্গলবার শ্রমিকদের এক সমাবেশে বুধবার বিকাল ৩টার মধ্যে বন্ধ কারখানা খুলে দেওয়া এবং ব্যাংকিং সুবিধাসহ অন্যান্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার আল্টিমেটাম দেওয়া দেন শ্রমিক নেতারা। তাদের দাবির প্রেক্ষিতে সুনির্দিষ্ট কোন ঘোষণা না পেয়ে বেক্সিমকো গ্রুপের প্রায় ৪০ হাজার শ্রমিক গতকাল বুধবার সড়ক অবরোধ করে। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে তারা অবস্থান নেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলছে।ইতিমধ্যে ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে । এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী জানান বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের খবর সংগ্রহ করতে গেলে দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রতিদিনের বাংলাদেশের কালিয়াকৈর প্রতিনিধি আবু সাইদ, বাংলাভিশনের চিত্র সাংবাদিক আমির হোসেন রিয়েলকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করা হয়। এসময় একটি মোটরসাইকেল ভাঙচুর করেন শ্রমিকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top