বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান ক্রিস্টোফ হিউসগেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানান তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বৈঠকে তারা জুলাই গণআন্দোলন, রোহিঙ্গা সংকট এবং অনলাইনে ভুল তথ্য প্রচারের বিষয়ে আলোচনা করেন।
ক্রিস্টোফ হিউসগেন বলেন, বাংলাদেশের সম্পর্কে ভুয়া খবর এবং ভুল তথ্য ছড়ানোর জন্য ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে। এ সময় তিনি ইউরোপীয় দেশগুলোর উদাহরণ অনুসরণ করে একটি আইন প্রণয়ন করার পরামর্শ দেন। যা অনলাইন প্ল্যাটফর্মগুলোকে বিষয়বস্তুর তথ্য যাচাই করার বাধ্যবাধকতার মধ্যে আনবে।
এদিকে, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সাথেও বৈঠক করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
প্রসঙ্গত, বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ড গিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি দেশটিতে পৌঁছান। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের আবাসিক প্রতিনিধি তারেক মো. আরিফুল আলম এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।
এই সফরে প্রধান উপদেষ্টা ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পায়েংটার্ন শিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড, মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ড. অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক ড. এনগোজি ওকোনজো-আইওয়ালার সঙ্গেও বৈঠকে মিলিত হবেন।
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে। সেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন।
চার দিনের সফর শেষে আগামী ২৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।