শেষবার রাজকন্যার মতো পোশাকের সঙ্গে হাতে মঙ্গলসূত্র পরে নজর কেড়ে খবরের শিরোনাম হয়েছিলেন আম্বানি পরিবারের পুত্রবধূ রাধিকা মার্চেন্ট। এবার তিনি শিরোনামে এলেন তার অতি সাদামাঠা পোশাকের কারণে।
আম্বানি পরিবারের পুত্রবধূ সাদামাঠা পোশাক পরলেও খবরের শিরোনামে আসবেন এটাই স্বাভাবিক। এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু বিষয়টি হচ্ছে— এবার রাধিকা মার্চেন্ট পরেছেন সাধারণ পোশাক। কিন্তু সাধারণ হলেও দাম মোটেও সাধারণ নয়।
সম্প্রতি একটি অনুষ্ঠানে জয়পুরে গিয়েছিলেন আম্বানি পুত্রবধূ। পরেছিলেন একটি বাদামি আর কালো জংলা ছাপের কো-অর্ড সেট। কো-অর্ড সেট হলো রঙ মেলানো বা নকশা মেলানো ঊর্ধ্বাঙ্গ ও নিম্নাঙ্গের আলাদা পোশাক। এমন পোশাক পরার চল আগেও ছিল। তবে ফ্যাশন দুনিয়ায় ইদানীং নয়া অবতারে তার প্রবেশ ঘটেছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই বেড়েছে জনপ্রিয়তাও। বিদেশি ফ্যাশন ব্র্যান্ডগুলোও কো-অর্ড সেট বানাচ্ছে। রাধিকার কো-অর্ড সেটটি বানিয়েছে ইতালির নামজাদা ফ্যাশন ব্র্যান্ড লোরো পিয়ানা। দামও বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের উপযুক্ত।
রাধিকা মার্চেন্টের ফুলহাতা কলার দেওয়া শার্টে সাফারি স্টাইলের দুটি বোতাম দেওয়া বুকপকেট। কোমরে ইলাস্টিক বেল্টের নিচে সামান্য ঝুলেই শেষ হয়েছে শার্টের সীমারেখা। নকশার বাহুল্য নেই। ইতালির ব্র্যান্ডের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ওই শার্টটির নাম ‘ডিনা শার্ট’। দাম ৩২০০ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২ লাখ ৮২ হাজার ৪৮৩ টাকা!
এর সঙ্গে যে ট্রাউজারটি পরেছেন রাধিকা, সেটি স্লিমফিট ও বুট কাট প্যান্ট। নাম ‘ড্যানি ট্রাউজার্স’। এটিরও দাম ২১০০ ইউরো, যা ভারতীয় মুদ্রায় ১ লাখ ৮৫ হাজার ৩৮০ টাকা। ম্যাচিং জামা ও প্যান্টের সঙ্গে একই ব্র্যান্ডের বাদামি রঙের জুতাও পরেছেন রাধিকা। বাদামি রঙা লোফার। সেটির দাম ভারতীয় মুদ্রায় ৭৮ হাজার টাকা। সব কিছু মিলিয়ে রাধিকার সাজের দাম ৫ লাখ ৪৬ হাজার ৪২৯ টাকা। তবে অর্থ যতই লাগুক সাজে, সাধারণের সঙ্গে মিশে যাওয়া সাদামাঠা ভাব বজায় রেখেছেন রাধিকা। চুলের ফ্যাশন বা মেকআপ— কোনো কিছুই করেননি তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।