সকল মেনু

অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েও বাংলাদেশের হৃদয় ভাঙা হার

ইশ, স্কোর বোর্ডে যদি আর ১০-১৫টা রান বেশি থাকত! তাহলে নারীদের যে কোন পর্যায়ের ক্রিকেটে এবং যেকোন সংস্করণে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত জয়ের স্বাদ পেতো বাংলাদেশ। আজ সোমবার (২০ জানুয়ারি, ২০২৫) মালয়েশিয়াতে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অজি-বধের খুব কাছে গিয়েও তরী ডুবল বাংলাদেশের।

বাঙ্গিতে টসে জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক লুসি হ্যামিল্টন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯১ রানের স্বল্প পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। জবাবে অজিরা দুর্দান্ত শুরু করলেও শেষদিকে এসে জান্নাতুল মাওয়ার বোলিং তোপে দিশেহারা হয়ে যায়। তবে শেষ পর্যন্ত একদম কিনারায় এসেও ছোট বাঘিনীদের স্বপ্নের অজি-বধ হলো না। অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ নারী দল ২ উইকেট এবং ৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায়।

বিস্তারিত আসছে………

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top