সকল মেনু

ট্রুকলারে স্প্যাম কল ব্লক করবেন যেভাবে

অপরিচিত নম্বর থেকে ফোন এলে ট্রুকলারের মাধ্যমে বোঝা যায় কে ফোন দিয়েছে। ফলে ফোন কলটি ধরবেন কিনা তা ব্যবহারকারীরা সহজেই সিদ্ধান্ত নিতে পারেন। ট্রুকলার ব্যবহারের এ সুবিধা পেতে হলে প্ল্যাটফর্মটির নিজের নম্বর ও নাম দিয়ে নিবন্ধিত করতে হয়।

বর্তমান সময়ে স্প্যাম কল একটি বিরক্তিকর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক অজানা নম্বর থেকে কল আসে, যেগুলো প্রায়শই প্রতারণামূলক বা বিরক্তিকর হতে পারে। ট্রুকলার একটি জনপ্রিয় অ্যাপ, যা স্প্যাম কল শনাক্ত করতে এবং ব্লক করতে সাহায্য করে।

ট্রুকলার ব্যবহার করে যেভাবে স্প্যাম কল ব্লক করবেন-

১. প্রথমে ট্রুকলার অ্যাপ ডাউনলোড এবং সেটআপ করুন।

২. এবার স্প্যাম কল ব্লক ফিচার চালু করে নিন।

৩. সেটিংস থেকে ব্লকিং মেনুতে যান।

এখানে ব্লক টপ স্প্যামারস অপশনটি চালু করুন। এটি ট্রুকলারের ডাটাবেসে থাকা শীর্ষ স্প্যামারদের স্বয়ংক্রিয়ভাবে ব্লক করবে।

নির্দিষ্ট নম্বর ব্লক করতে চাইলে-

১. কল লিস্টে যান এবং নম্বরটি সিলেক্ট করুন।

২. ব্লক অ্যান্ড রিপোর্ট অপশন নির্বাচন করুন।

যদি আপনি চান, রিপোর্ট করার সময় নম্বরটি স্প্যাম হিসেবে চিহ্নিত করুন। এটি ট্রুকলারের ডাটাবেসে যোগ হবে এবং অন্য ব্যবহারকারীরাও সতর্ক হতে পারবেন।

ট্রুকলার থেকে ফোন নম্বর মুছে ফেলবেন যেভাবে

ট্রুকলার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে ও আপনার ফোন নম্বরটি প্ল্যাটফর্মের ডেটাবেইস সরিয়ে ফেলতে তা নিশ্চিত করতে এ অতিরিক্ত পদক্ষেপগুলো অনুসরণ করুন—

১. ফোন নম্বরটি আনলিস্টিং বা মুছে ফেলতে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

২. নিজের ফোন নম্বর এবং নিজের দেশের ফোন কোড টাইপ করুন।

৩. আনলিস্ট করার কারণ নির্বাচন করুন।

৪. আনলিস্ট করুন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top