সকল মেনু

সৃজিতের বাহুডোরে ঋতাভরী, দুজনের সেলফি ঘিরে গুঞ্জন

যে বুকে মাথা রাখার কথা ছিল মিথিলার, সেখানে কেন অন্য নারী? হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ঘিরেই এমন প্রশ্নের উদ্রেক। ছবিতে দেখা যাচ্ছে, কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বুকে মাথা রেখেছেন ঋতাভরী। আর তার সঙ্গে সেলফি তুলছেন পরিচালক।

মঙ্গলবার, হঠাৎ এ ছবি পোস্ট করে সৃজিত লিখেছেন, ‘জমাখরচ হিসেব-নিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’

কিন্তু হঠাৎ কেন প্রাক্তন ঋতাভরীকে নিয়ে এমন আবেগে ভাসছেন সৃজিত? কীসের জমাখরচ বা হিসেব-নিকেশ বাকি তাদের? এসব নিয়ে নেটপাড়ায় গুঞ্জন। এও প্রশ্ন উঠছে, তবে কি আবার নতুন করে পুরোনো প্রেমের সাগরে ভেসে চললেন? নাকি হঠাৎ দেখায় জাস্ট পুরোনো স্মৃতি রোমন্থন?

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবর, সৃজিত ও ঋতাভরী একসময় চুটিয়ে প্রেম করেছেন। তবে এই প্রেম নিয়ে তারা কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকি সে অর্থে প্রেমের কথা স্বীকারও করেননি। তবে একসময় টলিপাড়ায় কানপাতলেই শোনা যেত তাদের প্রেমের কথা। তবে ঠিক কী কারণ দু’জন আলাদা হয়েছিলেন, তা জানা যায়নি।

এরইমধ্যে অবশ্য সৃজিত-ঋতাভরি আলাদা করে জীবন সাজিয়েছেন। বাংলাদেশের অভিনেত্রী-সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়েও করেছেন সৃজিত। যদিও মিথিলা বহুদিন হল মেয়েকে নিয়ে এখন বাংলাদেশেই রয়েছেন। এদিকে ঋতাভরীও মুম্বাইয়ে কাজের সূত্রে নিজের প্রেমিক খুঁজে পেয়েছেন। চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top