সকল মেনু

আশুগঞ্জ উপজেলা বিএনপি’র মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

মিনহাজ উদ্দিন, আশুগঞ্জ প্রতিনিধি।।

আগামী ১৮ জানুয়ারি ২০২৫ ইং ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র িদ্ব বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে আজ স্থানীয় রাজমনি হোটেলে আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সিরাজীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আলহাজ সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী আসাদুজ্জামান শাহিন জনাব আজিম, তামিম আহমেদ রিপন, আবু নাসের সালাউদ্দিন আহমেদ, আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, সিনিয়র সহ-সভাপতি মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবা উদ্দিন, অ্যাডভোকেট জসিম উদ্দিন, যুবদলের আহ্বায়ক আলমগীর খাঁ, হেলাল শিকদার নোয়াব আলী মুন্সী, ডাক্তার আবু আব্দুল্লাহ মোহাম্মদ সেলিম মিয়া আবু ইউসুফ মুন্সী মীর সুমন হাজী মজিবুর রহমান সরকার ও স্থানীয় নেতৃবৃন্দ। সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ কবির আহমেদ ভুঁইয়া।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top