সকল মেনু

তীরে এসে তরি ডোবালো খুলনা

ক্রীড়া প্রতিবেদক।।
শেষ ১৮ বলে জয়ের জন্য দরকার ২২ রান হাতে ৭ উইকেট।মাহাদী হাসানের ওভারে আফিফকে হারিয়ে খুলনা তুলতে পেরেছে মাত্র ৪ রান । শেষ ১২ বলে জয়ের জন্য দরকার ছিল ১৮। ১৯তম ওভারে আকিফ জাভেদ প্রথম বলে ডট দেন। পরের বলে বোল্ড করে দেন মাহিদুল অঙ্কনকে (১২ বলে ১৫)। পরের দুই বলে দুই রান দেন আকিফ। পঞ্চম বলে ইমরুল কায়েস বাউন্ডারি হাঁকিয়ে খুলনার জয়ের আশা জাগিয়ে তোলেন। কিন্তু শেষ বলে ইমরুলকে আউট করে দেন আকিফ।

শেষ ওভারে দরকার পড়ে ১২ রান। ওই ওভারেই যেন পুরো ম্যাচের উত্তেজনা ভর করে। মোহাম্মদ সাইফউদ্দিন প্রথম দুই বলে দেন ডট। তৃতীয় বলে ওয়াইড। পরের তিন বলে তিন উইকেট।

ডাবলস নিতে গিয়ে রানআউট হন মোহাম্মদ নওয়াজ (৭ বলে ৪)। সাইফ হাসান সরাসরি থ্রোতে ভেঙে দেন স্টাম্প। পরের বলে নাসুম আহমেদ রানআউট। পঞ্চম বলে বাউন্ডারিতে ক্যাচ আবু হায়দার। শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন সাইফউদ্দিন।

রুদ্ধশ্বাস শেষ ওভারে খুলনা টাইগার্সকে ৮ রানে হারিয়ে টানা সপ্তম ম্যাচে জয় পেয়েছে রংপুর রাইডার্স। পাঁচ ম্যাচে খুলনার এটি তৃতীয় হার।

বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে খুলনা টাগার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। টসে জিতে আগে ব্যাট করতে নেমে খুশদিল শাহের ৭৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৭৮ রানে থামে খুলনা, তাতে ৮ রানে ম্যাচটি জিতে বিপিএলের সিলেট পর্বের খেলা শেষ করলো রংপুর।

১৮৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩১ রানে ওপেনার দারউইশ রসুলকে হারায় খুলনা। এরপর আরেক ওপেনার মোহাম্মদ নাইম বড় জুটি গড়েছিলেন মেহেদী মিরাজের সঙ্গে। নাইমের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে আউট হন মিরাজ।

২৪ বলে ৩৯ রান করে মিরাজ আউট হলেও ফিফটির দেখা পেয়েছেন নাইম। তিনি ৪১ বলে করেন ৫৮ রান, এরপর আউট হন শেখ মেহেদীর বলে। দলীয় ১৩৭ রানে নাইম আউট হওয়ার পর ক্যামিও ইনিংস খেলেছেন মোহাম্মদ আফিফ। তিনি ১৫ বলে ২৯ রান করে দলীয় ১৬৫ রানে সাজঘরের পথ ধরেন। এরপর শেষ পর্যন্ত খুলনার ইনিংস থামে ১৭৮ রানে। তাতে ৮ রানের জয় পায় রংপুর।

এদিকে আগে ব্যাট করতে নেমে দলীয় ৩০ রানেই দুই উইকেট হারায় রংপুর। দলীয় ৭০ রানে আউট হন তাওফিক খান। তবে ইফতিখার আহমেদের ৩০ বলে ৩৬ এবং খুশদিলের ৩৫ বলে ৭০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ১৮৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রংপুর।

এনএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top