সকল মেনু

ভৈরবে দুই টিকিট কালোবাজারি আটক

ভৈরব প্রতিনিধি

ভৈরব রেলওয়ে জাংশন স্টেশন থেকে  কালোবাজারে টিকেট বিক্রির অভিযোগে ২ জনকে আটক করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ। আটককৃতরা হলো তুহিন (২৭) জগন্নাথপুর গ্রামের সফিকুল ইসলামের ছেলে ও জয়নাল (৪৫) একই গ্রামের মজনু মিয়ার ছেলে। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) বিকাল পৌনে পাঁচটার সময় স্টেশনের প্লাট ফরম থেকে উল্লিখিত ২ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্লাট ফরম থেকে তুহিন ও জয়নালকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৪ আসনের ৭ টিকেট উদ্ধার করে জব্দ করা হয়। তারা দীর্ঘদিন যাবত স্টেশন এলাকাতে কালোবাজারে টিকেট বিক্রি করে আসছিল এমন অভিযোগ রয়েছে। আজ তাদেরকে টিকেটসহ হাতে নাতে আটক করা হয়। তুহিনের নামে টিকেট কালোবাজারে বিক্রিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনা আটককৃতদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top