সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) গাজীপুর জেলার ভবানীপুর মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে গাজীপুর জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদ উল্লার সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ড. মোঃ জাহাঙ্গীর আলম। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যাক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. মো. সামিউল হক ফরুকী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আবুল হাশেম খান, মাওলানা দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধনে ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোফাজ্জল হোসাইন। এসময় গাজীপুর সিটি করপোরেশন ও ৫ টি উপজেলার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।