সকল মেনু

ভারতের দখলে থাকা ৫ কিলোমিটার নদী অবমুক্ত করলো বিজিবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্তে ভারতের রোনঘাট বিএসএফের দখল থেকে প্রায় ৫ কিলোমিটার কোদলা নদীর অংশবিশেষ অবমুক্ত করেছে মহেশপুর-৫৮ বিজিবি।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাটিলা সীমান্তের কোদলা নদীর পাড়ে এক সাংবাদিক সম্মেলন করে মহেশপুর-৫৮বিজিবি।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, ৫৮-বিজিবি অধিনায়ক লে. কর্ণেল আজিজুস শহীদ। এসময় উপস্থিত ছিলেন, ৫৮-বিজিবির নবাগত অধিনায়ক লে. কর্ণেল রফিক, মাটিলা ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন।

অধিনায়ক সাংবাদিক সম্মেলনে বলেন, ৫৮-বিজিবি মাটিলা সীমান্তে কোল ঘেসে কোদলা নদী বহমান। এই নদীর ৪.৮ কিঃ মিঃ বাংলাদেশের ভূখন্ডের মধ্যে অবস্থিত। এ যাবৎ কাল প্রতিপক্ষ বাংলাদেশ লোকজনকে নদীতে কোনো রকম কাজ কর্ম যেমন, মাছ ধরা বা প্রয়োজনী কাজ করতে বাঁধা দিতো। সম্প্রতি সেটি উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিজিবি দখল দারিত্ব প্রতিষ্ঠা করে।

তিনি বলেন, এখন থেকে বাংলাদেশের লোকজন নদীর সব কিছু ভোগ দখল করতে পারবে। বিজিবি পক্ষ থেকে সাংবাদিকদের নদীর ধারে নিয়ে যাওয়া হয়। সেখানে দেখা যায়, মাটিলা গ্রামের অনেকেই নদীতে মাছ ধরছে এবং অনেকেই গোসলও করছে।

নতুন অধিনায়ক এর ধারাবাহিকতা বজায় রাখার জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top