সকল মেনু

আশুগঞ্জে ২০বোতল ভারতীয় মদসহ দুইজন গ্রেপ্তার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ বোতল ভারতীয় মদ, একটি হলুদ রংয়ের টাটা Ex.2 ট্রাক যার রেজিনং ঢাকা মেট্রো -ট -২০-১৯৪৯সহ দুইজনকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর নির্দেশে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানা ইনচার্জ জনাব বিল্লাল হোসেন এর নেতৃত্বে এস আই গাজী রবিউল ইসলাম ফোর্স সহ। অভিযান কালে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ২০ গজ পূর্ব পাশ থেকে শারফিন (২৪)শাহ আলম (২৬) কে ২০বোতল বিদেশী মদ ও একটি ট্রাক উদ্ধার করে। গ্রেপ্তার কৃত সারফিন এর পিতা মোহাম্মদ জালাল উদ্দিন মাতা সালমা বেগম গ্রাম লামা কোটাপাড়া থানা গোয়াইন গাট জেলা সিলেট।শাহ আলম এর পিতা হাবিবুর রহমান, মাতা হালিমা খাতুন, গ্রাম ছাতারকোনা, ইউনিয়ন ধনপুর, থানা বিসম্ভপুর,জেলা সুনামগঞ্জ।এ বিষয়ে আশুগঞ্জ থানায় মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top