প্রকাশ : ডিসেম্বর ২৪, ২০২৪ , ১:৪৫ অপরাহ্ণ
শেয়ার করুন-
বড়দিন উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাত ১২টা থেকে আগামীকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় ডিএমপি।
এতে বলা হয়, খ্রিষ্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ধারার ক্ষমতাবলে আগামীকাল ২৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস উড়ানো নিষিদ্ধ করা হলো।
শেয়ার করুন-
প্রকাশ : ডিসেম্বর ২৪, ২০২৪ , ১:৪৫ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।