সকল মেনু

পাকিস্তানের হারের দিনে বাবরের তিন মাইলফলক

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দাঁড়াতেই পারছে না পাকিস্তান। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও তাদেরকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। ম্যাচে দল হারলেও তিনটি রেকর্ড স্পর্শ করেছেন বাবর আজম।

এ ম্যাচে ২০ বলে ৩১ রানের ইনিংস খেলার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বাবর। ব্যাট করতে নামার আগে পাকিস্তানের জার্সিতে বাবরের রান ছিল ১৩ হাজার ৯৯৮। সেখান থেকে চার মেরেই মাইলফলক স্পর্শ করেন।

পাকিস্তানের হয়ে এর আগে ১৪ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন চার কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম–উল–হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিঁয়াদাদ। সে হিসেবে পঞ্চম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে ১৪ হাজারি ক্লাবে প্রবেশ করলেন বাবর।

১৪ হাজার রানে পৌঁছাতে বাবরের লেগেছে ৩৩৮ ইনিংস। ৫৫১ ইনিংসে ২০ হাজার ৫৮০ রান নিয়ে সবার ওপরে ইনজামাম। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ইউনিস খান। তার রান ৪৯১ ইনিংসে ১৭ হাজার ৭৯০। ৪৩২ ইনিংসে ১৭ হাজার ৩০০ রান নিয়ে তৃতীয় ইউসুফ। চারে থাকা মিঁয়াদাদের সংগ্রহ ৪০৭ ইনিংসে ১৬ হাজার ২১৩ রান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top