সকল মেনু

রাজশাহীতে ৪৬ পরিবার পেল জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা

রাজশাহীতে গণঅভ্যুত্থানে নিহত ৪৬ পরিবারের মাঝে চেক বিতরণ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রতিটি পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে সহায়তা।

সেখানে উপস্থিত ছিলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। এ সময় তারা আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের সাথে কথা কথা বলেন এবং খোঁজ খবর নেন।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে অনুষ্ঠান। সেখানে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। তারা জানিয়েছেন, নিহতদের পাশাপাশি আহতদের পরিবারকে সহায়তাও করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top