সোহেলুর রহমন ( ভৈরব প্রতিনিধি : বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের জনগণকে সাথে নিয়ে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে। কারো ষড়যন্ত্রে কখনো পিছুপা হবো না। দেশের সারভৌম রক্ষায় অতীতেও স্বাধীনতা পরবর্তী সময়ে শহীদ জিয়াউর রহমান কাজ করেছেন।
আজ বুধবার বেলা ১২ টার দিকে আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লং মার্চ যাত্রায় ভৈরবে পথসভায় এসব কথা বলেন কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
তিনি আরো বলেন, গত ২ রা ডিসেম্বর ভারতের আগরতলায় হাই কমিশনার কার্যালয়ে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে তার প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় বিএনপি রাজনীতি করে। বিগত ১৫ বছর শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছেন ভারত সরকার। এমন কি তার পতনের সময়ে তাকে আশ্রয় দিয়েছেন। এদেশের প্রত্যকটি গণতান্তিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছি জননেতা তারেক রহমানের আহবানে। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির সারভৌম রক্ষায় মাঠে নেমেছি। এই আন্দোলন একটি শান্তিপূর্ণ কর্মসূচি। তাই ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশের জনগণকে সাথে মাঠে থাকবেন বলে তিনি জানান।
সংক্ষিপ্ত পথসভায় স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্রদল সভাপতি রাকিব হোসাইন, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, স্বেচ্ছাসেবক দল সাধারণ রাজিব হাসান, কিশোরগঞ্জ জেলা যুবদল সভাপতি খসরুজ্জামানর শরীফ, সাধারণ আব্দুল্লাহ আল মাছুম সুমন প্রমূখ। পথসভায় সার্বিক সঞ্চালনায় ছিলেন, যুবদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।