সকল মেনু

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইজারার নামে টাকা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইজারার নামে টাকা আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকরা।

শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০ থেকে দুপুর সাড়ে ১২টা নাগাদ তাদের এই কর্মসূচিতে কসবা-কুটি চৌমুহনী, কসবা-নয়নপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিভিন্ন সূত্র জানায়, কসবা পৌরসভা থেকে দুটি অটোরিকশা স্ট্যান্ডকে ইজারা দেওয়া হয়েছে।ইজারাদাররা প্রতিটি অটোরিকশা থেকে ১৫ টাকা করে আদায় করেন।

কিন্তু অটোরিকশাচালকরা এই টাকা দিতে রাজি নন। গত বছর থেকেই তারা এ নিয়ে আন্দোলন করে আসছিলেন। এ নিয়ে দফায় দফায় বৈঠক হলেও কোনো ধরনের সুরাহা হয়নি। শনিবার সকাল ১০টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবরোধ করেন অটোরিকশা চালকরা।

এ সময় তারা ১৫ টাকা আদায় বন্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘জীবির’ নামে চাঁদা বন্ধ না করা পর্যন্ত তাদের এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top