রাজধানীর মিরপুর কালশী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ‘মাদক সম্রাজ্ঞী’সহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানা যায়, সেনাবাহিনীর একটি ইউনিট ও পল্লবী থানা পুলিশের সমন্বয়ে মিরপুর কালশী সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযুক্ত মাদক ব্যবসায়ী শাহিনুর, রাশিদাসহ ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। ঘটনাস্থল থেকে মাদক, মাদক বিক্রির টাকা, একাধিক মোবাইল ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃতদের পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্নের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মিরপুর সেনাবাহিনী ক্যাম্প।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।