সকল মেনু

নাসিরনগরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়, এসো বীমা করি নিরাপদ জীবন গড়ি, স্লোগানকে সামনে রেখে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার( ২৩শেএপ্রিল) সকাল ১২ ঘটিকায় ন্যাশনাল লাইফ নাসিরনগর জোন অফিসের জাঁকজমক ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
সহকারী ভাইস প্রেসিডেন্ট জোন প্রধান দুলাল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে ও এম এ বাক্কীর সঞ্চালনায় অনুষ্ঠানের,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো:রমজান আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আসমত আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ,প্রভাষক মইন উদ্দিন ভূঁইয়া শান্ত, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সবুজ মিয়া,জোনাল ইনচার্জ ইন্দুভূষণ মল্লিক , সহকারী জোন প্রধান তাবারক হোসেন, সাংবাদিক আব্দুল কাদের সেন্টু,উপজেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো : ইমরান মিয়া সহ ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর বীমা কর্মী ও গ্রাহক গন উপস্থিত ছিলেন।আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন মুন্না, মাহবুবা জাহান আশা, নয়নতারা দাস ও সুলতানা আক্তার
পরে মেয়াদ উত্তীর্ণ বীমার দাবি পরিশোধ ও গ্রাহকদের মধ্যে ঋণের চেক হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top