দীর্ঘ ১৩ ঘণ্টা পেরিয়ে গেলেও চট্টগ্রামের কাপাসগোলা এলাকার হিজরা খালে পড়ে নিখোঁজ ৬ মাস বয়সী শিশু সেহরিসের সন্ধান মেলেনি। শনিবার (১৯ এপ্রিল) সকাল থেকে দ্বিতীয় দিনের মতো নৌবাহিনীর ১৫ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।
সরজমিনে দেখা যায়, ডুবুরি দল দুর্ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চলছে তল্লাশি চালাচ্ছে। আর খালপাড়ে উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে স্বজনরা।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার এলাকায় রিকশা উল্টে সেহরিস’সহ তার মা ও দাদী খালে পড়ে যান। কিছুটা ভেসে যাওয়ার পর ব্রিজের নিচে দুটি পাইপের সাথে আটকা পড়েন শিশুটির মা ও দাদী। পরে স্থানীয় ব্রিজের উপরের স্ল্যাব খুলে তাদের উদ্ধার করে। তবে শিশুটির কোনও খোঁজ পাওয়া যায়নি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।