নির্বাচনী জোট যাই হোক না কেন ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে বলে জানিয়েছেন ইসলামী দলগুলোর নেতারা। যমুনা টিভির সাক্ষাৎকারে দলগুলোর শীর্ষ নেতারা আরও জানান, নির্বাচনী জোট গঠনে ইসলামী দলগুলো নীতিগতভাবে সম্মত হয়েছে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো এ নির্বাচনী জোট গঠনের প্রক্রিয়া শুরু করেছে। গণঅভুত্থাণ পরবর্তী পরিস্থিতিতে কয়েকটি ইসলামী দল ভেদাভেদ ভুলে এ নিয়ে মতবিনিময়ও করেছে।
জামায়াত ইসলামীসহ চার ইসলামী দলের নেতারা জানিয়েছেন, ইসলামী দলগুলোর সম্মিলিত ভোট বাক্স তৈরি করতে ঐক্যবদ্ধ তারা। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলেই জোট গঠনের প্রক্রিয়া খোলাসা করা হবে বলেও জানান তারা।
দলটির মুখপাত্র বলেন, ইসলামপন্থিদের সব ভোট এক বাক্সে রাখতে হবে। এ নিয়ে নীতিগতভাবে একমত তারা।
জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনে ইসলামী আন্দোলন, খেলাফত মসলিস ও জমিয়তে উলামায়ে ইসলাম এখন পর্যন্ত নীতিগতভাবে সম্মত বলে জানিয়েছে দলগুলোর শীর্ষ নেতারা।
তবে এর আগে জামায়াত ছাড়া অন্য ইসলামী দলগুলোর নেতারা বিএনপির সাথেও বৈঠক করেছিল। যদিও সেসব বৈঠককে ‘নির্বাচনী জোটের আলোচনা’ বলতে চান না তারা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।