সকল মেনু

সাংবাদিক আক্তারুজ্জামানের স্মরণে আশুগঞ্জ প্রেস ক্লাবে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

আবু আব্দুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার বআশুগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. আক্তারুজ্জামান রঞ্জনের স্মরণে শোক সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আসর আশুগঞ্জ প্রেস ক্লাবের নাসির আহমেদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শোক সভা ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাফে মোহাম্মদ ছড়া।
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসাইন ও ক্লাবের আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর খন্দকার।
মরহুম আক্তারুজ্জামানের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, সহ সভাপতি মুহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন ও সাবেক সহ সভাপতি আবু আব্দুল্লাহ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলার শরীয়তনগর জামে মসজিদের খতিব মাওলানা মামনুন ছালিক।
উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাবীবুর রহমান, যুগ্ম সম্পাদক সম্পাদক লোকমান হসেন, সাংগঠনিক সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক, পাঠাগার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সন্তোষ সূত্রধর, দপ্তর সম্পাদক বাবুল সিকদার, সাবেক দপ্তর সম্পাদক আকতার হোসেন, সদস্য জহির সিকদার, সহযোগী সদস্য রোহান মাহমুদ এবং মরহুমের দুই ছেলে গালিব ও লাবীব প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল (শুক্রবার) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আক্তারুজ্জামান ইন্তেকাল করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top