আবু আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভারতীয় তৈরি বিভিন্ন ওষুধ কসমেটিক্স একটি কাভার বেন সহ একজনকে গ্রেপ্তার করেছে আশুগঞ্জ থানা পুলিশ। জানা যায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার জনাব এহতেশামুল হক এর নির্দেশে আশুগঞ্জ থানা ইনচার্জ জনাব জনাব বিল্লাল হোসেনের নেতৃত্বে এসআই ইসহাক মিয়ার ফোর্স সহ অভিযান পরিচালনা করেন।
অভিযান কালে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার ৫০ গজ পূর্ব পাশ থেকে একটি কাভার বেন আটক করে যার রেজিঃনং ঢাকা মেট্রো -ট-13-8111। কাভার বেন তল্লাশির সময় (1)৬ কাটুন G m-৬০কাটুন৮৬৪ পিচ ফেস ওয়াস (২)১৭কাটুন ১০১০০ পিচ DRONE TM ক্রিম।(৩) ১৮ কাটুন ১১৫২ পিচ UNIHYDRA CREAM (৪) বিভিন্ন রকম চসমা ১৫০০পিচ (৫)৮০ বক্স ৮০০০পিচ ভারতীয় তৈরি TRESO-২০ ক্যাপসুল (৬) ১০০০ বক্স ভারতীয় তৈরি ১০০০০পিচ ISTA-২০ ক্যাপসুল (৭) ভারতীয় তৈরি ফেয়ার ফেস্ট ক্রিম ৩০০ পিস (৮) ভারতীয় তৈরিGLOW NOW ক্রিম ৩০০ পিস (৯) ভারতীয় তৈরি ABINOXY হেয়ার স্প্রে তিন কাটুন ১৯০ পিস সহ সাইফুল ইসলাম (৫২)কে গ্রেফতার করে আশুগঞ্জ থানা পুলিশ , সাইফুল ইসলামের পিতার নাম সিরাজ উদ্দিন মাতার নাম শামসুন্নাহার গ্রাম ইয়াজপুর থানা গোদাগাড়ী জেলা রাজশাহী। এ বিষয়ে আশুগঞ্জ থানায় চোরাচালান আইনে মামলা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।