সকল মেনু

অর্থনীতিতে আমরা স্বস্তির দিকে যাচ্ছি: গভর্নর

অর্থনীতিতে সামগ্রিকভাবে আমরা স্বস্তির দিকে যাচ্ছি। এখন লক্ষ্য হলো মূল্যস্ফীতি ৭ থেকে ৮ শতাংশে নামিয়ে আনা। সার্বিকভাবে মূল্যস্ফীতি কমে আসলেও তা সন্তোষজনক নয়— এমনটা মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, দেশে রেমিট্যান্স ২৬ থেকে ২৭ শতাংশ হারে বাড়ছে। রিজার্ভও এখন স্থিতিশীল পর্যায়ে রয়েছে। দেশে আগামী চার মাসের রিজার্ভ রয়েছে। পাশাপাশি দেশের রফতানিও আগের তুলনায় বেড়েছে। তাই দেশ আর্থিক স্বস্তির মধ্যে আছে।

অর্থপাচার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশে কোথায়-কীভাবে কার সম্পদ আছে, তা নিরূপণ ও অর্থ ফিরিয়ে আনার কাজ চলছে। বিষয়টি নিয়ে বিদেশি সংস্থার সাথে কাজ চলছে। কয়েকটি পরিবার ও গোষ্ঠী দেশের বিপুল টাকা পাচার করেছে। আগামী ৬ মাসের মধ্যে কয়েকটি দেশে থাকা তাদের সম্পদ জব্দ করা সরকারের লক্ষ্য। এসব অর্থ ফিরিয়ে আনতে এক বছরেরও বেশি সময় লাগবে। কারণ প্রক্রিয়াটি বেশ জটিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top