সকল মেনু

বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান

বায়ার্ন মিউনিখের অজেয় যাত্রার পথে কাঁটা হয়ে দাড়িয়েছে ইন্টার মিলান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম লেগে বাভারিয়ানদের ২-১ গোলে হারিয়েছে ইন্টার।

ঘরের মাঠে রীতিমত দূর্গ হয়েই ছিল বায়ার্ন মিউনিখ। একটা দুটো নয়, টানা ২২ ম্যাচে অপরাজিত ছিল দলটা। তবে ইন্টার মিলানের কাছে হেরে সেই বায়ার্ন এবার হোঁচট খেলো ঘরের মাঠেই।

হাই-ভোল্টেজ লড়াইয়ে শুরু থেকেই উত্তেজনা ছিলো তুঙ্গে। ওলিসে ও কেইনের নেতৃত্বে আক্রমণাত্মক শুরু করে বায়ার্ন। ম্যাচের ২৬ মিনিটেই এগিয়ে যাওয়ার সুবর্ন সুযোগ হাতছাড়া করে কেইন। অন্যদিকে, ধৈর্য আর অভিজ্ঞতা নিয়ে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ইন্টার। ৩৮ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। ১-০ গোলের লিডে বিরতিতে যায় দলটি।

ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় বায়ার্ন। ৮৫ মিনিটে লামাইরের পাস থেকে ভলিতে গোল করে দলকে সমতায় ফেরান ক্লাব কিংবদন্তি টমাস মুলার। ধারনা করা হচ্ছিলো, শেষ পর্যন্ত ড্রই হতে চলেছে হাইভোল্টেজ ম্যাচটি। কিন্তু নাটকের আসল পরিণতি তখনও বাকি। ৮৮ মিনিটে একটি নিখুঁত কাউন্টার অ্যাটাক থেকে বায়ার্নের জালে শেষ পেরেক ঠুকেন দাভিদে। আলিয়াঞ্জ অ্যারেনাকে স্তন্ধ করে দিয়ে জয় উল্লাস ইন্টার শিবিরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top