মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের একটি ভাড়া বাসা থেকে আলেয়া বেগম (৩৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে টঙ্গিবাড়ী থানা পুলিশ। রোববার (৬ এপ্রিল) রাতে ইউনিয়নের নয়াগাঁও এলাকার বনগ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মহিশমারি গ্রাম থেকে স্বামী মো. রুবেল লস্করের সাথে ৩ সন্তানসহ বনগ্রামে ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন আলেয়া বেগম।
পুলিশ জানায়, রোববার (৬ এপ্রিল) বিকালে ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে অভিযুক্ত স্বামী রুবেল লস্কার সন্তানদের নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। সন্ধ্যার দিকে বাড়ির অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে, টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, নিহত নারীর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা নিহতের স্বামীই ওই নারীকে শ্বাসরোধ করে হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের স্বজনদের সাথে যোগাযোগ করে দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মহিদুল ইসলাম।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।