সকল মেনু

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছেন নাসির

আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন। আজ সোমবার (৭ এপ্রিল) মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে রুপগঞ্জ টাইগার্সের হয়ে প্রত্যাবর্তন হবে তার।

নাসির হোসেনের মাঠে ফেরার বিষয়টি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) একটি সূত্র থেকে জানা গেছে। রোবরার (৬ এপ্রিল) ডিপিএলের দল রূপগঞ্জ টাইগার্সে নাম লিখিয়েছেন নাসির। সবঠিক থাকলে সোমবার মাঠে প্রত্যাবর্তন হবে এই অলরাউন্ডারের।

এর আগে, ২০২১ সালে আবুধাবি টি-২০ লিগে আইফোন উপহার নিয়ে আইসিসির নিয়ম ভেঙেছিলেন নাসির হোসেন। তিনটি ধারায় অভিযোগ গঠন করে আইসিসির লিগ্যাল ও দুর্নীতি দমন ইউনিট। এরপর ২০২৩ সালে শুনানিতে ডাকা হলে প্রথমে সাড়া দেননি নাসির। যদিও পরবর্তীতে সব অভিযোগ মেনে নেয়ায় দুই বছরের নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে ছয় মাস স্থগিত শাস্তি বহাল রেখে। যে শাস্তির মেয়াদ শেষ হয়েছে ৬ এপ্রিল। ফলে ৭ এপ্রিল থেকে সব ধরনের ক্রিকেট খেলার জন্য উন্মুক্ত হবেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top