সকল মেনু

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

পটুয়াখালীর বাউফল উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে সালাম খন্দকার (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সালাম নাজিরপুর ইউনিয়নের মৃত ধলু খন্দকারের ছেলে।

পুলিশ জানায়, ভুক্তভোগীর শিশুটিকে খেলা শেখানোর কথা বলে সালাম নিয়মিত নির্যাতন করতেন। পরে ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী শিশুর পরিবার গতকাল শনিবার পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সালাম খন্দকার নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top