সকল মেনু

শরীয়তপুরে সংঘর্ষ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় আহত ১৬

শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ ও শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে উপজেলার আহসানুল্লাহ মুন্সীকান্দি ও বিলাসপুর এলাকায় দফায় দফায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের বাড়ি বিলাসপুর ইউনিয়নে। তবে আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। আহতরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস বেপারী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাদবরের মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর আগেও কয়েক দফা সংঘর্ষেও জড়িয়েছে তারা। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সমর্থকদের মধ্যে আবারও সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয়পক্ষের ১৬ জন আহত হন। পরে খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top