সকল মেনু

বিমসটেক সমুদ্র পরিবহন সহযোগিতা চুক্তি স্বাক্ষর, মন্ত্রী পর্যায়ের বৈঠক

বিমসটেকের সাত সদস্য রাষ্ট্রের মধ্যে সামুদ্রিক পরিবহনে সহায়তার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা নিজ নিজ দেশের পক্ষে চুক্তিতে সই করেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হোটেলে মন্ত্রী পর্যায়ের ২০তম বৈঠকের আগে এই চুক্তিটি সই হয়। এরপর মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হয়।

এই বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অংশ নেন। তিনি তার বক্তব্যে একটি অভিন্ন বিমসটেক দৃষ্টিভঙ্গির মাধ্যমে সম্মিলিত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিতে বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন। এছাড়া রোহিঙ্গা ইস্যু ও তাদের প্রত্যাবাসনে অনুকূল পরিবেশ তৈরির ওপরও জোর দেন তিনি।

এদিকে, বিমসটেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডে গিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় ১২টার দিকে তিনি দেশটিতে পৌঁছান। আজ বিকেলে বিমসটেক ইয়ুথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দিয়ে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা।

সম্মেলনের ফাঁকে আগামীকাল শুক্রবার (৪ এপ্রিল) প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে পারে। সম্মেলনের শেষদিন আগামী ২ বছরের জন্য বিমসটেকের পরবর্তী সভাপতি হিসাবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top