বাঁ পায়ের অ্যাঙ্কেল ইনজুরিতে পড়েছেন আর্লিং হ্যালান্ড। বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। তবে এই চোটে কতদিন মাঠের বাহিরে থাকবেন হ্যালান্ড তা জানায়নি সিটিজেনরা।
সোমবার (৩১ মার্চ) দিবাগত রাতে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে টানা সপ্তমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
এ ম্যাচেই বোর্নমাউথ মিডফিল্ডার লুইস কুকের ট্যাকেলে ইনজুরিতে পড়েন হ্যালান্ড। প্রাথমিক চিকিৎসা নিয়ে কিছু সময় খেলা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত মাঠ ছাড়তে বাধ্য হন এই নরওয়েজিয়ান।
পরে রাতেই ম্যানসিটি মৌসুমে ৩০তম গোল করা এই স্ট্রাইকারের ইনজুরির বিষয়টি নিশ্চিত করে। তিনি কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা জানানো হয়নি। তবে, এই মৌসুমের ম্যাচে আর ক্লাব বিশ্বকাপে হ্যালান্ডকে পাওয়া যাবে বলে জানানো হয়েছে স্টেটমেন্টে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।