ভোলায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। সংঘর্ষের প্রতিবাদে আজ বিকেল ৫টা থেকে ভোলা-ভেলুমিয়া সড়ক অবরোধ করলে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
নিহত জামাল হাওলাদার ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামের মো. মতলব হাওলাদারের ছেলে এবং ওই ওয়ার্ডের বিএনপির সভাপতি ছিলেন।
প্রত্যক্ষ ও স্থানীয়রা জানান, ভেলমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কুঞ্জপট্টি গ্রামের মো. ইব্রাহীম ও মো. আলমের মধ্যে র্দীঘদিন ধরে জমি-জমার বিরোধ চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উভয় পক্ষ ওই জমি দখল নিতে যায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় খবর পেয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল হাওলাদার তাদের থামাতে গেলে তার ওপর হামলা করা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।