সোহেলুর রহমান, ভৈরব( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের অদূরে রেললাইনের সিগন্যালের কেবল তার কেটে নেয়ার সময় দুইজন দুষ্কৃতিকারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃতরা হলো নাটাল মোড় এলাকার মিজান মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত রিয়াসত আলীর ছেলে সুমন (২৪) ও লক্ষ্মীপুর এলাকার রশিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আমির উদ্দিনের ছেলে আলামিন (২৩)।
সোমবার (৩১ মার্চ) রাত ৯টার দিকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনা ঘটেছিল রেলওয়ে স্টেশনের পূর্বদিকের মনমরা এলাকার ২৯ নং ব্রিজের কাছে।
এ বিষয়ে কথা হলে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি ) মোহাম্মদ সাঈদ আহমেদ পিপিএম জানান, সিগন্যালম্যানের মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী ও পুলিশ ধাওয়া করে সুমন ও আলামিন নামে দুইজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের নিজ হেফাজতে রাখা কেবল তারের কিছুটা কাটা অংশ ও কেবল কাটায় ব্যবহৃত একটি ধারালো ছুড়ি আর একটি কাটিং প্লাস উদ্ধারসহ জব্দ করা হয়। ঈদের দিন হওয়ায় অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ ছিল বলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। কিছুক্ষণের মধ্যেই কেবলের মেরামতের কাজ শেষ করা হয়। রেললাইনের সিগন্যাল এর কেটে ফেলায় কোনো দুর্ঘটনা ঘটেনি। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে আটককৃত সুমন ও আলামিনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে তারা টাকার জন্য কেবল তার কেটেছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগী অজ্ঞাত আরো কয়েকজন পালিয়ে যায়।
ভৈরব রেলওয়ে ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (সংকেত) সজীব মিয়া বলেন, ঈদ উপলক্ষ্যে অধিকাংশ ট্রেন চলাচল কম ছিলো বলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ঘটনার পরপরই বিচ্ছিন্ন কেবল মেরামত করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।