ঈদের দ্বিতীয় দিনেও ট্রেন স্টেশন ও বাস টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ লক্ষ্য করা গেছে। হুড়োহুড়ি আর যানজটের ঝক্কি এড়াতেই এমন সিদ্ধান্ত বলে জানান যাত্রীরা। তবে কমিউটার ট্রেনের টিকিটের ক্ষেত্রে ছিল অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ। আর বাস টার্মিনালে ভিড় থাকলেও বাসের সংখ্যা কম।
মঙ্গলবার (১ এপ্রিল) ঈদের দ্বিতীয় দিন কমলাপুর স্টেশনে যাত্রীদের অপেক্ষা কমিউটার ট্রেনের টিকেটের জন্য। টিকিট পেতে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে হয়েছে দেড় থেকে তিন ঘন্টা পর্যন্ত। কেউ যাবেন নেত্রকোনা, কেউবা কিশোরগঞ্জ। যাত্রীর সংখ্যা বেশি থাকলেও ট্রেনের টিকিট প্রাপ্তি নিয়ে ছিলো নানা অভিযোগ।
তবে রেল কর্তৃপক্ষ বলছে, সকলকে সুযোগ করে দিতেই তারা প্রতি পাঁচটি টিকিটের চাহিদার বিপরীতে একটি সিটের টিকিট দিচ্ছেন। সাথে দেয়া হচ্ছে চারটি স্ট্যান্ডিং টিকিট।
কমিউটার ট্রেনে অতিরিক্ত ভিড় থাকলেও আন্তঃনগর ট্রেনে চাপ ছিল তুলনামূলক কম। ঢাকায় ফেরা ট্রেনেও দেখা যায়নি খুব একটা যাত্রী চাপ।
বাস টার্মিনালগুলোতেও ভিড় কম নয়। তবে ছিল না অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্টপেজগুলো ছাড়াও বাড়ির পথ ধরতে বিভিন্ন সড়কের মোড় থেকে বাসে উঠছেন যাত্রীরা। লম্বা ছুটি হওয়ায় ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফেরা মানুষের ভিড় থাকবে বলে আশা কাউন্টার মালিকদের।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।