সোহেলুর রহমান, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধি:
ভৈরবে থানায় হামলা ভাঙচুর ও লুটপাটের মামলায় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন কে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃত রিপন কে আজ বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরর পৌরসভার সামনে থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে । পুলিশ সূত্রে জানা যায় গত ৫ আগস্ট দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভৈরব থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও থানা থেকে অস্ত্র মালামাল লুটপাট করে নিয়ে যায় । এ ঘটনায় ভৈরব থানার এ এস আই কামাল বাশার বাদী হয়ে ২০ আগস্ট ভৈরব থানায় অজ্ঞাত নামা ৪/৫ হাজার জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে ।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রোহানী জানান, থানায় হামলা ভাঙচুর ও লুটপাটের মামলায় শিমুল কান্দি ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান কে গ্রেফতার করা হয়েছে ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।