সকল মেনু

ঈদে টানা ৮ দিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিন অর্থাৎ ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ৫ এপ্রিল থেকে বন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হবে।

তবে এ সময় কাস্টমসের দাফতরিক কার্যক্রম চালু থাকবে। এছাড়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, আমদানি ও রফতানি বন্ধের বিষয়টি ভারতের আগরতলা বন্দরের ট্রেড ইউনিয়নকে আগেই জানিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, ঈদুল ফিতর উপলক্ষে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top