অনিক শেখ, টঙ্গীবাড়ী, মুন্সীগঞ্জ প্রতিনিধি:
টঙ্গীবাড়ীতে ব্রিজ না থাকায় পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটি দিয়ে সেতু তৈরি করে সাধারণ মানুষ যাতায়াত করছে। যান চলাচলের উপযোগী এই সড়কটি শুধু মাত্র একটি সেতুর অভাবে হাজারো মানুষের দুর্ভোগ দেখা দিয়েছে। এলাকার সাধারণ মানুষের যাতায়াতের জন্য খালের উপর বৈদ্যুতিক খুঁটি ফেলে সেতুর চাহিদা পূরণ করছে।
উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ বাজার হতে উত্তর পশ্চিম দিকে চান্দারচর, মারিয়ালয় এলাকায় যাতায়াতে এই সড়কটি ব্যবহার করা হয়। সড়কটি দিয়ে যাতায়াতে বছরের পর বছর ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সড়কটি রহিমগঞ্জ বাজারের উত্তর পাশ দিয়ে চাপারচর, মারিয়ালয় হয়ে টঙ্গীবাড়ী বাজারের বাঁশবাড়ী হয়ে টঙ্গীবাড়ী বাজারের সাথে সংযুক্ত রয়েছে। ৩ কিলোমিটার সড়কটিতে হাজারো মানুষ সারাবছর যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। সড়কটি দিয়ে যান চলাচলের উপযোগী না হওয়াতে সড়কটিতে চলছে না তেমন কোনো যানবাহন। তবে চান্দারচর এলাকায় খালের উপর সেতু না থাকায় সেখানে বৈদ্যুতিক খুঁটি ফেলে সেতুর চাহিদা মেটাচ্ছেন স্থানীয় গ্রামবাসীরা। কৃষকরা জানান- প্রতিদিন প্রায় ২০ হাজার জনগোষ্ঠী এই বৈদ্যুতিক খুঁটির সেতুটি দিয়ে যাতায়াত করে। চান্দেরচর খালের উপর ছোট্ট একটা সেতু দরকার। সেতুটি দিয়ে গাড়িতে যাতায়াতের স্বপ্ন পূরণ হবে কিনা সেটা আমরা দেখে যেতে পারবো কিনা জানিনা। তবুও সরকারে কাছে দাবি এখানে একটি সেতু এবং কাঁচা মাটির সড়কটি যেন যান চলাচলের উপযোগী সড়কে পরিণত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান জানান- বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।