সকল মেনু

টঙ্গীবাড়ীতে জামায়াতে ইসলামীর মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল

অনিক শেখ, টঙ্গীবাড়ী প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও এ বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিগাঁও ইউনিয়ন শাখা’র আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার ১৮ই মার্চ(১৭ই রমজান)বিকাল ৪টা সময় বালিগাঁও ইউনিয়ন পরিষদ মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও মুন্সীগঞ্জ-২ (লৌহজং -টঙ্গীবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শূরা ও তরবীয়াত সেক্রেটারি মাওলানা এ,কে,এম, ইউসুফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী টঙ্গীবাড়ী উপজেলা শাখা’র আমীর মাওলানা আবদুল বারী, উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, টংগিবাড়ী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক লেখক ও কলামিষ্ট মোঃ নাজমুল ইসলাম পিন্টু, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সদস্য সচিব সামসুদ্দিন তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিগাঁও ইউনিয়ন সভাপতি মোঃ রওশন আলম রেজার সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মোঃ আবু বক্কর সিদ্দিক এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আঃ রহমান খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লৌহজং উপজেলার নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আশ্রাফ আলী মেম্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন সরকার, সাংবাদিক অনিক শেখ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন দায়িত্বশীল ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top