লাইফস্টাইল ব্র্যান্ড টপ টেন মার্ট এই ঈদে নিয়ে এসেছে নতুন ও আধুনিক ডিজাইনের পোশাক ও জুতার বিশাল সমাহার। ক্রেতারা এসব স্টোর ও অনলাইন উভয় জায়গা থেকেই কিনতে পারবেন।
এ বিষয়ে টপ টেন মার্টের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হোসেন জানান, প্রোডাক্টে নতুনত্ব আনা ও মান উন্নয়ন করা এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে টপ টেন মার্ট।
টপ টেন মার্ট-এ পাওয়া যাচ্ছে সব বয়সের নারী পুরুষের জন্য দেশি বিদেশি ফরমাল ও ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, কাবলি, শাড়ি, থ্রি পিস, লেহেঙ্গা, টপস, বোরকা ইত্যাদি।
টপ টেন মার্ট-এ আরও রয়েছে বাহারি ও আকর্ষণীয় ডিজাইনের জুতার বিশাল কালেকশন, লেডিস ব্যাগ, পার্স, ট্রলি ব্যাগ, জায়নামাজ, টুপি, আতর। আর শিশুদের জন্য রয়েছে শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, প্যান্ট, ফ্রক, পার্টি ড্রেস।
একইসাথে বিশ্ববিখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের থান কাপড় ও তা দিয়ে নিজের পছন্দ মতো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, স্যুট ইত্যাদি বানিয়ে নেওয়ার টেইলারিং সুবিধাও রয়েছে টপ টেন-এ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।