সকল মেনু

সাগরে আটক বাংলাদেশি ২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি

বঙ্গোপসাগরে মিয়ানমার আরকান আর্মির হাতে আটক ২৬ বাংলাদেশিকে জেলেকে ফেরত দেয়া হয়েছে। দেশটির বিচ্ছিন্নতাবাদী এই সশস্ত্র সংগঠনের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অব্যাহত যোগাযোগের পর তারা আজ শনিবার (১৫ মার্চ) টেকনাফের শাহপরীর দ্বীপের জেটি ঘাট দিয়ে বিকেলে দেশে ফেরত আসে।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল ও শাহপরীর দ্বীপ ট্রলারঘাট থেকে ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যলাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে। এরপর আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।

পরবর্তীতে আটক জেলেদের পরিবার তাদেরকে ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ চায়। এরপেক্ষিতে বিজিবি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে এবং মধ্যস্থতার পর আজ বিকেলে আরাকান আর্মির কাছ থেকে জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়। একইসঙ্গে আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top