সকল মেনু

পায়রা নদীতে ফেলছে পৌর শহরের বর্জ্য

রাকিবুল ইসলাম রাজন , বরগুনা প্রতিনিধি:
‘আমাদের নদ-নদী গুলো আমাদের ভবিষ্যৎ’ এই স্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৫ উপলক্ষ্যে বরগুনার পায়রা নদীতে আমতলী পৌর শহরের বর্জ্য নিঃসরণ বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি করেছে পরিবেশ সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা- ধরা।
শুক্রবার বিকাল তিনটায় আমতলী পৌরসভা কার্যালয়ের সামনে ধরিত্রী রক্ষায় আমরা-ধরা এর মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে আমতলী প্রেসক্লাব, আমতলী ইয়ুথ হাব, তারুণ্যের আলো আমতলী কেন্দ্রীয় যুব ফোরাম এবং বিডি ক্লিন।

এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খাইরুল বাশার বুলবুল, সাংবাদিক জাকির হোসেন, ধরিত্রী রক্ষায় আমরা ধরা এর বরগুনা জেলা শাখার সদস্য সচিব মুশফিক আরিফ, অ্যাডভোকেট সৈয়দ নবীন, রিয়াজুল ইসলাম ইমন, আব্দুর রহমান সালেহ, মোহনা আক্তার বৈশাখি।

বক্তারা বলেন বলেন, পায়রা নদীতে বর্জ্য নিঃসরণের কারণে নষ্ট হচ্ছে নদীর পরিবেশ, কমে যাচ্ছে মাছ। নদীতে বর্জ্য ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান বক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top