নিশ্চিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের লাইন আপ। বার্সেলোনা, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ জায়গা করে নিলেও বাদ পড়েছে লিভারপুল, অ্যাটলেটিকো মাদ্রিদের মত জায়ান্টরা।
চতি মৌসুমের শেষ আটের প্রথম লেগ মাঠে গড়াবে ৮ ও ৯ এপ্রিল। ১৫ ও ১৬ এপ্রিল হবে ফিরতি লেগ।
গত আসরের রানার্সআপ বরুশিয়া ডর্টমুন্ড খেলবে বার্সেলোনার বিপক্ষে। এদিকে আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ ইন্টার মিলান।
বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের লড়াই হবে ইংলিশ ক্লাব আর্সেনালের বিপক্ষে। আরেক ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা ও পিএসজি।
এই স্টেজে বাড়তি উন্মাদনা ছড়াচ্ছে বায়ার্ন-ইন্টার এবং আর্সেনাল-রিয়ালের ম্যাচ নিয়ে। ২০০৯-১০ আসরের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল ইন্টার। পুরনো ইতিহাস আছে রিয়াল এবং আর্সেনালেরও। ২০০৫-০৬ মৌসুমে শেষ ষোলো থেকে রিয়ালকে বিদায় করেছিলো গানাররা। বার্সেলোনা এবং বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচে কিছুটা ফেভারিট মানা হচ্ছে বার্সেলোনাকেই।
কোয়ার্টার ফাইনালের লাইনআপ:
বার্সেলোনা-বরুশিয়া ডর্টমুন্ড
বায়ার্ন মিউনিখ-ইন্টার মিলান
পিএসজি-অ্যাস্টন ভিলা
আর্সেনাল-রিয়াল মাদ্রিদ
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।