রাকিবুল ইসলাম রাজন,বরগুনা প্রতিবেদক:
বরগুনার বেতাগী ও বামনা উপজেলার মধ্যবর্তী বিষখালী নদীতে জেগে ওঠা রুহিতার চরের সীমানা নির্ধারণের জন্য মানববন্ধন করেছে বেতাগী উপজেলার সর্বস্তরের নাগরিকরা। বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রবিবার সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি করে।
দীর্ঘ বছর ধরে রুহিতার চরের জমি বামনা ও বেতাগী দুই উপজেলার মধ্যে সমান ভাবে বিভক্ত করে মানুষ ভোগদখল করে এসেছে। কিন্তু গত ৫আগস্টের পর পুরো রুহিতার চর বামনা উপজেলার মানুষ দখল করে নিয়েছে বলে অভিযোগ করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। এসময় চরে বেতাগী উপজেলার মানুষের ফলানো ধান, ডাল সহ বিভিন্ন ধরনের ফসল লুটপাট করে তুলে নিয়ে গেছে বলেও তারা অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আঃ রব সিকদার, খলিল কাজী, হোসাইন সিপাহি, নূর ভানু, সজল মাহমুদ প্রমুখ।
বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু বলেন, বিগত দিনে রুহিতার চর সমান ভাগে ভাগ করে দুই উপজেলার মানুষ ভোগদখল করত। কিন্তু ৫ আগস্টের পর বামনা উপজেলার কিছু মানুষ চরটি দখলে নিয়ে যায়। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই চরের সীমানা নির্ধারণ করে দেয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, বেতাগীর বেশ কয়েকটি গ্রাম নদী ভাঙনের কবলে পড়ে অসংখ্য পরিবার ভূমিহীন অবস্থায় রয়েছে। মূলত রুহিতার চরের অংশটি বেতাগী মৌজার মধ্যে পড়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল বিষয়টি না বুঝে জোর জবরদস্তি করে চরটি দখলে নিতে চায়। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয় আগামী ঈদের পরে দুই উপজেলার পাঁচজন করে প্রতিনিধি নিয়ে সীমানা নির্ধারণ করে দেবেন বলে জানিয়েছেন। সীমানা নির্ধারণ হলেই বিরোধ নিষ্পত্তি হবে বলে তিনি মন্তব্য করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।