অনিক শেখ, টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সাংস্কৃতিক কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুর, থানায় অভিযোগ উঠেছে।
জানা যায়, শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা পদ্মা থিয়েটারের সভাপতি মো. ফরিদ হাসান চৌধুরীর উপর পূর্ব শত্রুতার জের ধরে এবং তার স্ত্রী ফারজানা(৩৬), বড় ছেলে বরাত হোসেন(১৮) ছোট ছেলে বিবেক হাসান(১০) এর উপর হামলার অভিযোগ উঠেছে একই গ্রামের মৃত কালু শেখের ছেলে ফারুক শেখ(৫০), আকবর শেখ(৬০)। মো. ফারুক শেখের ছেলে ফাহিম শেখ(১৯), মাহিম শেখ(১৮)। আব্দুল হাই এর ছেলে রাফি(২০)। কাশেম মজুমদারের ছেলে রবিন মজুমদার(৩০) এর বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ফরিদ হাসান চৌধুরী একজন কৃত্রিম প্রজনকারী ও একজন সাংস্কৃতিক কর্মী। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একজন সাংস্কৃতিক কর্মী ও তার পরিবারের উপর এমন বর্বরোচিত হামলার জঘন্যতম। স্থানীয় কিছু লোকজন লাঠি-সোঁটা নিয়ে ফরিদ হাসানের বাড়ির টিনের বেড়া, বিভিন্ন ফলমূলের গাছ, ঘরের দরজা-জানালা ভাঙে ফেলেছে। তার স্ত্রীর গায়েও হাত তোলা হয়েছে বলে শুনেছি। একজন নারীর গায়ে হাত দেওয়া উচিত হয়নি। প্রশাসনের উচিত সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা।
এ বিষয়ে হামলার শিকার সাংস্কৃতিক কর্মী মো. ফরিদ হাসান চৌধুরী বলেন, শুক্রবার জুমা নামাজের পর আমি আমার জমিতে বেরা দিতে গেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রথম দফায় আব্দুল হাই এর নেতৃত্বে ফারুক শেখ, আলী আকবর শেখ, রবিন মজুমদার সহ বেশ কয়েকজন মিলে আমার বাড়িতে হামলা চালায়। আমি ৯৯৯ এ জরুরি সেবায় কল দিয়ে পুলিশ এসে তাদের শাসিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যার পর আবার হামলা চালায় আমি সহ আমার পরিবারের উপর। এলোপাথাড়ি মারধর করে আমাকে,স্ত্রী ও সন্তানকেও আহত করে। পরবর্তীতে ২য়বার পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এসে চিকিৎসা নেই। আমি সুষ্ঠু বিচার দাবি করি। আমি থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করছি পুলিশ আমার পাশে দাঁড়াবে এবং সহযোগিতা করবে।
এবিষয়ে অভিযুক্ত আব্দুল হাই এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তা সম্ভব হয়নি।
এবিষয়ে থানা অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম বলেন, ৯৯৯ এ অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল। পরে উনি এসে অভিযোগ দিয়েছে। আমরা আইনগত যে ব্যবস্থা সেটা নিব।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।