সকল মেনু

একুশ তুমি

একুশ তুমি শোকের ছায়া

শহীদ সেনার আত্মত্যাগ।

একুশ তুমি বহ্নি শিখা
প্রজ্জ্বলিত আলোর বেগ।

একুশ তোমার দীপ্ত ছোঁয়া
ইতিহাসের অলঙ্কার
আন্দোলনের জয় ধ্বনি
জাগরণের অহংকার।

একুশ তুমি ভাষার প্রাণ
অমরকথা কালের জয়।
ফেব্রুয়ারির মুক্তি শপথ
তাইতো তোমার হয়নি ক্ষয়।

একুশ তুমি কষ্ট ভীষণ
সবার চোখের অশ্রু জল।
বাংলা মায়ের কান্না ক্ষত
তপ্ত বুকের দহন নল।

একুশ তুমি রক্তমাখা
আমার ভাইয়ের অঙ্গিকার
তাইতো আমায় ফিরিয়ে দিলে
কথা বলার অধিকার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top