গবেষণাগার থেকে মাল্টি- বিলিয়ন ডলারের শিল্প। রোবটিক্স ইঞ্জিনিয়ারিং এ নিজেদের অনন্য দক্ষতা আরও একবার বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবার বাজারে ‘রোবটিক কুকুর’ এনেছে চীন।
কুকুরের আদলে তৈরি চারপেয়ে রোবট উদ্ভাবন করেছে চীনা প্রতিষ্ঠান “ডিপ রোবোটিক্স”। ১২ টি মোটর দিয়ে তৈরি অবিশ্বাস্য গতির এ রোবট লাফিয়ে ভূমি থেকে প্রায় ৮০ সেন্টিমিটার উচ্চতায় উঠতে পারে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যায় রোবটিক কুকুরগুলোকে। শুধু তাই নয়, এতে ব্যবহার করা হয়েছে এ আই প্রযুক্তি, ফলে সাধারণ কুকুরের মতোই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজে নিজে শেখার ক্ষমতা রয়েছে কুকুরগুলোর।
গ্যাস লিক শনাক্ত, ধসে পড়া সুড়ঙ্গের গভীরে সঠিক পথ খুজে বের করা, বৈদ্যুতিক গ্রিডের ত্রুটি চিহ্নিত করার মতো জটিল কাজও করতে সক্ষম রোবট কুকুরগুলো। চীনের নিজস্ব প্রযুক্তি ও ৯৫ শতাংশ দেশিয় কাঁচামাল ব্যবহারে খুবই কম খরচে তৈরি করা রোবটগুলো এরইমাঝে ব্যাপক সাড়া ফেলেছে বিশ্ববাজারে।
গবেষণায় দেখা গেছে, ২০২৩ সালে শিল্পখাতে প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে রোবটিক কুকুরের বাজার। যা ২০৩১ সালের মাঝে চারগুন বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।