সকল মেনু

ভাষা সৈনিক জহিরুল হককে সম্মাননা প্রদান

ভৈরবে ভাষা সৈনিক জহিরুল হক (৯৭) কে সম্মাননা স্মারক প্রদান করেছেন প্রেসক্লাব। শুক্রবার দুপুরে সাহসী ও প্রবীণ ভাষা সৈনিকের ভৈরব পুরস্থ (দক্ষিণপাড়া) বাসভবনে সম্মাননা স্মারক তুলেন দেন ভৈরবের সাংবাদিক সমাজ।

এসময় উপস্থিত ছিলেন, টিভি জানার্লিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান ফারুক, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সুমন মোল্লা, ভৈরব প্রেসক্লাব সদস্য সচিব সোহেলুর রহমান, সাংবাদিক সত্যজিৎ দাস ধ্রুব, তুহিন মোল্লা, আদিলুর রহমান, এমএ হালিম, রাজীবুল হাসান, মিলাদ হোসেন অপু, আরিফুল ইসলাম মামুন, আফসার হোসেন তুর্যা, ইমন আহমেদ প্রমুখ।

স্থানীয় ভাষা সৈনিক জহিরুল হক ছাত্রজীবন থেকেই রাজনীতি সচেতন ও ক্রীড়ার প্রতি তার প্রবল আকর্ষণ ছিল। তিনি যখন ভৈরব কেবি হাইস্কুলের ৯ম শ্রেণির ছাত্র তখনই তিনি ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তিনি মওলানা ভাসানীর ভক্ত ছিলেন ও তাঁর সান্নিধ্য লাভ করেছিলেন। সিলেট পাকিস্তান নাকি ভারতের সঙ্গে যুক্ত হবে ১৯৪৮ সালের ওই গণভোটের আন্দোলনে তিনি কাজ করেছেন। ১৯৭১ সালে বিএনপির মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে গণমুক্তি ফৌজ গঠিত হলে তিনি উক্ত সংগঠনের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে শিবপুর এলাকায় মুক্তিযুদ্ধ পরিচালনায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। তিনি ভাসানী ন্যাপ ও পরবর্তীতে বিএনপির সঙ্গেও যুক্ত ছিলেন। ভৈরব পৌরসভায় দুইবার তিনি নির্বাচিত কাউন্সিলর ছাড়াও বহু সামাজিক আন্দোলন ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণে অগ্রণী দায়িত্ব পালন করেছেন। ১৯৪৯ সাল থেকেই ভাষা আন্দোলন শুরু হয়েছে । এরপর জিন্নাহ সাহেব যখন ঢাকার সভায় ঘোষণা করেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা তখন ছাত্র-জনতার প্রতিবাদের ঢেউ ভৈরবেও এসে লাগে। এখানকার ছাত্ররাও তখন প্রতিবাদী হয়ে ওঠে। ৫২ সালে তিনি তখন ভৈরব কেবি হাই স্কুলে ৯ম শ্রেণিতে পড়তেন। তখনই তিনি আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করেছেন। ঢাকার প্রতিটি কর্মসূচি ভৈরবে তারা পালন করেছেন। কলেজ ও স্কুলের ছাত্রদের ভাষা আন্দোলনে সম্পৃক্ত করতে অন্যান্য সহকর্মীদের সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। প্রতিটি কর্মসূচিতেই ছাত্ররা অংশ নিত। মিছিলগুলো শহরের সড়কগুলো বিভিন্ন স্লোগানসহ প্রদক্ষিণ করে রেলস্টেশন ও ভৈরব রাজ কাছারি প্রাঙ্গণে সভা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top